\id 1TI 1TI-KODA-Translation। \ide UTF-8 \ide UTF-8 \h 1 তীমথিয় \toc1 1 তীমথিয় \toc2 1 তীমথিয় \toc3 1তীম \mt 1 তীমথিয় \is পুথি ত্বথ্য়। \ip গিরা টুডাঙইচ দ পল তানায়। 1 তিমথি রাঃআ টুডাঙ পুথি সাফা সাফি সদর তাৎআয় যে নিয়া দ কুলিচ পল হ্তেত টুডাঙ হুয়াকানা 'পল ঈশ্বর রা আ ইচ্ছা লেকাতে যীশু খ্রীষ্ট রা আ মিহুড় কুলিচ (1 তিমথি 1:1) মারী মণ্ডলী সাফা সাফি নিয়াটাকে পল রা আ গে মেন্তে মানন্তা এম তাৎআ কু \iot গালাং অক্ত হেৎদ ঠাঁও। \ip সাপ্তাম 62 হাতেৎ 64 খ্রিষ্টায়ম রাঃআ তালা মালা অক্ত। পল তীমথিকে ইফিষীয়রে আড়া তুকা অক্ত মাকিৎ নিয়া দর তড়ম ইদি কেৎআয়, এন্ডে হাতেৎ ইনিদ গিরা সেকাম হানিকে টুডাঙ লিইয়ায় (1 তিমথি 1:3, 14, 15) \iot হাতায়চ। \ip 1 তিমথি নুতুম এম হুই লেনা চিয়াচি ইনাদ তীমথিকে মানতা এমেনা, অকয় দ পল রাঃআ তাড়ম হরারে লইচ হেৎদ আয়াঃআ দিশাইচ তাড়ম হরারেনিচ মিহুড় দেঙ্গাইচ তাহীন কেনায়। তিমথি হেৎদ মণ্ডলী বারদরতে মিশাতে 1 তিমথি রাঃআ মিৎপাঠুয়া তানায়। \iot দিশা। \ip তীমথিকে বাত্লা হুয়া কানা ঈশ্বর রাঃআ ঘাঁরঞ্চ আম নিজ চিল্কা লেকা আচরন হুই লাক্তি (3: 14; 15) হেৎদ চিল্কা লেকাতে নিয়া বাত্লাকু তিমথি আঁটতে সাব দহ দাড়িয়াআয়। নিয়া চিপুৎকু 1 তিমথি পুথিরাঃআ নাতিনাং পল রাঃআ দিশাহরা, গামলেকানাআ দিশা পুরা তাঃআয়। ইনি গাম তুকা তাৎআয় চি ইনি নিয়া নাতিনাং টুডাঙ তাৎআয় যাতে ইঙ্কূ সারি নামে কাআকু ঈশ্বর রাঃআ ঘাঁরঞ্চ রিঙ্কূ মান্মি আকুয়া নিজ চিল্কা আচরন হুই লাক্তি, অকা ঈশ্বর রাঃআ জিউৎ মন্ডলী হুইয়তানা, সার্তি রাঃআ ভিত খুন্টূ। নিয়া হাটিং রে পল কে গিরা কুল হেৎদ আয়ায়া হড় কুকে বাত্লা এম চি মন্ডলী কুকে চিল্কাতে কেটেজআ হেৎদ বাই রাকাপআ। \iot বাবদ। \ip যীশু মিহুড় জুয়ান চেলা হুই নাতিনাং বাত্লাকু। \iot চিহ্নানেল। \io1 1. সেবা কামী নাতিনাং পাইরকা— 1:1-20 \io1 2. সেবা কামী নাতিনাং রীতিমালা — 2: 1-3: 16 \io1 3. সেবা কামী লেকাতে দায় — 4: 1-6: 21 \c 1 \s1 বুগিন আচরণ। তীমথিয়রাঅ হান্ডে/নাতিনাং আদেশ। \p \v 1 পল, আবুয়াঃআ ত্রানকর্তা ঈশ্বর রাঃআ হেৎদ আবু য়াঃআ আসাইচ খ্রিস্ট যীশু রাঃআ হুকুম লেকাতে খ্রিস্ট জিসুরাঃ আ কুলিইচ \v 2 পাতিয়ায়চ থিমথিয়া ইঞাঃআ হন আমাঃআ হান্ডে। ঈশ্বর বা রাঃআ হেৎদ প্রভু যীশু খ্রিস্ট রাঃআ হান্ডে হাতেত দায়াদুলাড়, দায়া হেৎদ সুলুক নামেকাম/তাহীন কাঃআ \s বেদা চেচেদকুরা বিরুধতে আদেশ/হুকুম। \p \v 3 চিল্কা মাকিৎ ানিয়া টলাতে সেনঅঃঅ বেত্রাঙ আমকে চিল্কা অনুরোধ লাত মাঞ যে আম ইফিষ শেহার তে তাহি কাতেত হড় কুকে নিয়া হুকুম এমা কুম, যাতে উনকু এটা চেচেদাঃআ আলকু এমাকু কাঃআ। \v 4 কাহিনী হেৎদ কুলরাসীতে মন আলম এমেয়া, চিয়াঃ চি ইনা যত দ বিতন্ডা হ্যুই তুকায়ায়, ঈশ্বর রাঃআ অকা দোলতিয়া রাঃআ কামী দ পাতিয়ারাঃআ বেপার, ইনা লেকা বায়াঃনা \v 5 অকাঃআ সাপা আত্মা, স্ত্সংবেদ হেৎদ অকল্পিত পাতিয়া হাতেত উত্পন্ন; \v 6 কিছুহড় কু নিয়া যত হরা হাতেত ভ্স্ট হুই কাতে 'বেদা ভছড়ীয়া লেকা ইটাঃআ হরা তে কু সেনা কানা। \v 7 উঙ্কুদ বেবস্থা রাঃআ চেচেদিচ্কু হুই বুঝাকু তানা অথ্চ অকাঃআ কু গামেয়া, হেৎদ অকা বাব্ত্তে গটা মেন্তে কথা কু গামেয়া ইনা রাঃআ যাহানাঃআ কাকু সারিয়া। \v 8 মেন্খান আলে সারিয়ালে, বেবস্থা ভাল যাহায় যদি বিধিমতে ইনা কু বেবহারেয়া \v 9 নিয়া সারি কাতে গেকু করায়া যে, ধর্মিক রাঃআ নাতিনাং দ ল্হয়, মেন্খান অকয় কু বিধার্মিয় হেৎদ অদম্য, ভুকতিহীন হেৎদ কাই ী, সাধুল্হয়, হেৎদ ধর্মবিরূপ, অপু গ্জিচ, মাইগ্জিচ, হড়গ্জিচ, \v 10 রেন্ডা, হড়ম সানায়চ, অটঙ্গা, লাব্বাক, বেদা এক্ড়ারইচ, উঙ্কু খাতির হেৎদ যত কিছু বুগিন ছেদা রাঃআ উল্টা, ইনি রাঃআ বেবস্তা বানা হুয়া কানা। \v 11 গাদা সারাও, ইস্বরাঃ অনা গুন্জহার বুগিন সমাচার লেকাতে, অকা বুগিন সমাচার ইঞা হান্ডে গুছিয়া কাতে মেনাঃআ \v 12 অকয় ইঞ কে দাড়ি এমাতিইচঞা, আবুয়াঃআ প্রভু যীশু খ্রিস্ট কে সারাও এমাইতানা, চিয়াঃচি ইনিদ ইঞ কে বিশস্ত জ্ঞান এম কাতেত দেখ-ভাল রাঃআ নাতিনাং বহাল তিইঃঞায়। \v 13 যদি ও ইঞ মাড়াংতে ধরম নিন্দক, কুদাগিডিয়চ, অপ্মানিচ তাহিলেনাঞ; মেন্খান দয়াঞ ঞাম তাঃআঞ, চিয়াঃ চি কা সারি কাতেত অপাতিয়ান রাঃআ মহতে এনকান কামিত কেনাঞ; \v 14 আবুয়া প্রভু রাঃআ দায়াদুলাড়তে, খ্রিস্ট যীশু রাঃআ বাব্ত্তে, পাতিয়া, হেৎদ দুলাড় লঃঅ, মিতগাদা দুলবুরু য়া তিইঃঞায়। \v 15 নিয়া জাগার পাতিয়ালেকানা হেৎদ যতবাব্ত্তে লেকাতে গ্রহনলেকানাঃআ যে, খ্রিস্ট যীশু কাই ী কুরা ঞাতিনাঙ পরিত্রান এম কুরাঃআ ঞাতিনাঙ দিসুমতে হিচা কানায়; উঙ্কু কুরাঃআ তালারেনিচ ইঞগে মাড়ং লেখাতে রেনিচ; \v 16 মেন্খান নিয়া নাতিনাং দয়াঞাম তাঃআ, চিয়াঃ চি যীশু খ্রিস্ট নিয়া মাড়াংইদি নাতিনাঙ ইঞকে সম্পুর্ন সাহাও দাড়ি নাতিঞাং সতুঃ তি ইঞায়, যাতে ইঞ আকুয়াঃআ আদর্শ হুই দাড়ি কাঃআঞ, অক্য়্কু জায়্যুযুগ জীউ রাঃআ নাতিনাঙ পাতিয়া আঃকু \v 17 ইনিদ যুগযুহড় রেনিচ রাপাজ, অক্ষয়, অদৃশ্য মিত ঈশ্বর, যুগযুহড় রেনিচ যুগ যুগ আয়াঃআ গুনমান হেৎদ গুনজহার হযুঃ কাঃআ, আমেন \s তিম্থিয়রাঅ ভারাজনা \p \v 18 তিম্থিয় আম ইঞা হনলেকা, আমাঃ বাব্ত্তে গাদা মাড়াং হাতেত যত ভাবীজাগার লেকাতে ইঞ আমাঃ আ হান্ডে নিয়া হুকুম সম্পা কেৎ আঞ, যেন আম ইনা কুরাঃআ গুনালেকাতে বেশগটা লাড়াই দাড়িম, \v 19 যেনপাতিয়া হেৎদ বুগিনহাদিস বান্চাধ্হম; বুগিন্হ্দিস সাঁঙ্গিঞ দরলেপ্দাগিডিতে অকয় অকয় কুরা দ পাতিয়া রুপি লাউকা পেটেচা কানা। \v 20 উঙ্কু কুরাঃআ তালারেন্কু কুদ হুমিনয় হেৎদ আলেকজান্দার; ইঞ হান্কিনকে শয়তান রাঃআ তিহিরে স্প্মা তাতকিনাঞ, যাতে ইঙ্কিন হার্কেৎ সাসেত ঞাম কাতেত ধরম নিন্দা ব গীরা চেতনা কিন ঞামে কা আ। \c 2 \s1 বিন্তিরাঃআ বাব্ত্তে। \p \v 1 যত হাতেত মাড়াংতে ইঞা সদর উচাড় নিয়া, যেন যত মান্মি নাতিনাং বিন্তি প্রাথ্না, অনুরোধ, সারাও হযু কা আ; \v 2 রাপাজ কুরাঃআ হেৎদ গুন্মানিয়াকু জ্ত্চ খাতির; আবু যেন সম্পুর্ন ভুক্তিতে হেৎদ নিরসলঅ থীরহেৎদ থীর-থার জিবান -যাপন করা দাড়ি কা আ বু। \v 3 চিয়াচি আবুয়া আ ত্রানকর্তা ঈশ্বর রাঃআ সমাংরে ইনা কুগে উত্তম হেৎদ গ্রাহ;আয়া আ ইছা নিয়াগে, \v 4 যাতে গঠা ধরতি রিঙ্কূ মান্মি পরিত্রান কু ঞামে কাঃ আ হেৎদ সার্তি রাঃআ তত্ত্বজ্ঞান অবধি সেটের দাড়ি কা আ (যিহিস্কেল 18:23) \v 5 চিয়াঃচি ঈশ্বরদ মিয়াৎ গে মেনাইঞা; ঈশ্বর রাঃআ হেৎদ মান্মি রাঃআ তালারে মিয়াৎ আগুহা মেনাইয়া ইনিদ মান্মি তানায়, যীশু খ্রিস্ট \v 6 ইনি দ যত হড় রাঃআ খাতির মুক্তি রাঃআ মূল্য লেকাতে আচনিজ কেগে এম্তিয়ায়;নিয়া সাক্ষ যথাসময়রে দাতব্য;ইঞ ইয়া রাঃআ উদ্দেসতে পাসনা ক হেৎদ কুলিচ মেন্তে বহালা কানাইঞ; \v 7 সার্তি গামেতানাঞ বেদা কাইঞ গামেত য়াঞ গামিচ কুলিচ হেৎদ পতিয়াতে হেৎদ সত্তে ইঞ বিন যিহুদিকুরাঃআ চেদিচ \s পাতিয়ানকুরাঅ নাতিনাং আদেশ/হুকুম \p \v 8 ইনাতে ইঞাআ বাসনা নিয়া, যত জায়গা কুরা হেরেল্কু কা রাগ্তে হেৎদ কা নিয়ায়্তে ছুত তিহি চেতাং তুল্কাতে প্রার্থনা কায়াকু। \v 9 এনে এঙ্কা গে কুড়ি হন কু হ অ গিয়ু ল অ হেৎদ বুদ্দিতে, পাঠেকেৎ অয়র তে বেশ গটা সাজা কা আ কু;গলাং সুপেত উপরে হেৎদ সনা-দানা চি মুক্তা চি গাদা দামিয়ান সাজ্গ্জতে দ ল্হয়, \v 10 মেন্খান অকয় ঈশ্বর ভুক্তি পাতিয়ান কুড়ি হন কু জগ্গ স্ত্কামিকুরআ ভার তাহীন কা আ, \v 11 কুড়ি হন কু বেশ গটা বহাল তে মনতে ছেদ কা আকু, \v 12 ইঞ চেতনা জাগার এম রাঃআ বান্খান হেরেল কু রাঃআ চেতান রে আইদারি রাঃআ অনু মতি কাঞ এমেয়া, মেন্খান থীর থার তাহীনিঞ গামাকুয়া। \v 13 চিয়াঃচি আদমকে (পিল্চু হাড়াম)মাড়াং, হবাকে (পিল্চু বুডি) তায়্মতে বানালিআয় (1 করিন্থীয় 11:8) \v 14 হেৎদ আদম অবাধ্ধ কায় হযুলেনা, মেন্খান এরাহন অবাধ্ধএন্তে অপরাদতেপেরেচ এনায় (আদিপুস্তক 3:6) \v 15 যদি পটিয়াতে আত্মাসংযোম, দুলাড় হেৎদ রিলামালাতে উঙ্কু থীর তাহীনা কু, তবেখান উঙ্কু দ হন জনম কাতেত পরিত্রান কু ঞামেয়া। \c 3 \s অধ্যক্ষরাঅ যোগ্যতা \p \v 1 নিয়া জাগার কুদ পাতিয়া লেকানা আ, যদি যাহায় চেচেদিচ রাঃআ গুরুভার হাতা রাঃআ আক্ষাঙ্কা হ্যুয়া, তবে ইনি বুগিন কামীরাঃআ ইচ্ছাযায়। \v 2 এন্খান নিয়াদ হইতারাঃআ, চেচেদিচরাঃআ ঞতুম খারাপ ল্হয়, মিত এরা রাঃআ হেরেল, সিবিল থুতি জাগার, হড়মক্ব্জ, সাজ-গজ, পাহিখাতিরিচ, হেৎদ চেচেদ এমরে পুটু হ্য়ুউম; \v 3 আরখি -ক্লাঙ্ রে ডুঁবুচ চি দাদালিচ আলম হয়ূয়া মেন্খান নিরহ, নির্ব্বিরোধ হেৎদ অর্থলোভি আল তাহীন কা আ \v 4 আমাঃ আ নিজ পরিবার/ঘারঞ্জ শাসন বেশলেকাতে করাম, হেৎদ নিরশ তে হন-হপন কুকে বসতে দহ কুম; \v 5 মেন্খান যদি যাহায় অড়া আ শাসন কায় দাড়িয়া আ, ইনি চিল্কাতে ঈশ্বর রাঃআ মন্ডলী (ঘারঞ্জ) লালন -পাল্নেয়া ? \v 6 ইনিদ নামা চেলা আলয় হয়ুঃকাঃআ পালেত গরব কাঁড়া কাতেত শয়তান রাঃআ ধরবাররে নুরুয়ায়। \v 7 হেৎদ মন্ডলী বাহার রিঙ্কূ হড় কু রাঃআ হান্ডে হ অ বেশ সাক্ষ হাতা আয়া আ করনীয়, পাছে তিরস্কারতে হেৎদ শয়তান রাঃআ জলরে ঝালিয়ায়। \s কামিয়ানকুরা/সেবককুরা যোগ্যতা \p \v 8 এনেএঙ্কাগে ঞেল আতেন কুরাঃআ হ অ করনীয়, যেন উঙ্কু ধীর হয়ুকা আ কু, যেন বারথুতিয়ান, ক্লাঙ্ আরখি তে ডুঁবুজ, খারাপ হরকাতে আয়কাতে কিসাড়রাঃআ ইচ্ছা আল তাহিনকা। \v 9 হেৎদ সুচি সংবেধরাঃআ পাতিয়া রাঃআ নিগূড়তত্ত্ব আতাঙ এম \v 10 হেৎদ মাড়াংতে উন্কুকে হ অ বিধাও য়ু কা আ যদি উঙ্কু আ দুর্নাম বায়া আ না এনকান নেলাতেন রাঃআ কমীরা তাহীন কা আ কু \v 11 এনে এঙ্কাগে এরা হনকু হ অ গে ধীর, অপবামাহা ী ল্হয়, সিবিল লান্দাথুতি, হেৎদ যত বেপার রে পাতিয়ানিচ হযু কা আ \v 12 ঞেল আতেন কুরাঃআ মিত মিত হড় কু রাঃআ মিত মিত বাহু বর হযু কা আ কু, হেৎদ হন হপন কুকে হেৎদ নিজ অড়া দুয়ার বেস্লেকাতে শাসনেম। \v 13 চিয়াঃ চি অকয় বেসলেকাতে ঞেল আতেন রাঃআ কামী পুরা তাত আয়, উঙ্কু আকুয়াআ খাতির সুপ্রতিষ্টা, হেৎদ যীশু খ্রিস্ট রাঃআ বাব্ত্তে পাতিয়ারাঃআ গাদা সাহস লাভ নামেয়া। \s মারাং রহস্য় \p \v 14 ইঞ খুব ঘিড় মেন্তাং আমাঃ আ হান্ডে হাজির র অআইঞ, নিয়া আস তেনিয়া কুঞ অলাম তানা;মেন্খান যদি ইঞা আ বিলম্ব আ, \p \v 15 যদি ইঞা হিচু রাঃআ দেরিয়া তবে আম সারিঞামে য়াম যে ঈশ্বর রাঃআ অড়ারে চিল্কা আচার বেবহার করা হ্যুয়া; ইনা অড়া মা জিউতঈশ্বর রাঃআমন্ডলী, সার্তি রাঃআ খুনটু হেৎদ শক্তভিতরে। \v 16 হেৎদ ভুক্তি রাঃআ নিগুড় তত্ত্ব ম্হ্ত্ক, নিয়া দ সর্বব সম্মত, অকিৎ মায়ম-জিলুতে স্দরেনায়, নাঙ্গাকুরাঃআ হান্ডে ভেট লেনায়, জাতিকুরাঃআ হান্ডে পাসনাএনায়, ধার্তিরে পাতিয়া লেকাতে আতাঙ লেনায়, আয়া আদাড়িতে চেতাঙ রাকাপ এনায়। \c 4 \s বেদা উপদেশ হাতেন হুশিয়ার \p \v 1 মেন্খান রিলামালা আত্মা স্যাপা স্যাপি গামেতঃ আয়, মুচাত মাহা রে কিছু হড় কুদ পাতিয়া হাতেত সরা হিচু য়াকু বরয়ান আত্মা কুতে হেৎদ বঙ্গা কুরাঃআ লালাযত মন কাতির। \v 2 ইনা এমন লাখ্বাকিয়হড় রাঃআ কপটিয়া তেগে ঘটা আ, অকয় কু রাঃআ বিবেক রে লল মেড়ততে দাগাকান লেখা দাগ তাহিনা \v 3 উন্কুদ দুতাম মানায়াকু, হেৎদ নানাহুনার জমা আ নু য়া আ মানায়াকু, ঈশ্বর অকা আ অকা আ নিয়া নাতিনাঙ সির্জ্ন তাৎআয়। যেন, অক্য়্কু পাতিয়া হেৎদ সার্তি রাঃআ তত্ত্ব জ্ঞানতে, উঙ্কু সারাও ল জম নুই কা আয় কু (আদিপুস্তক 9:3) \v 4 চিয়াচি ঈশ্বর রাঃআ যত সির্জ্নকু গে উত্তম;সারাও লেকাতে হাতা লেখান যাহানা আ গে অগ্রহনীয় ল্হয় (আদিপুস্তক 1:31) \v 5 চিয়াঃ চি ঈশ্বর রাঃআ বাক্ক হেৎদ প্রাথ্না তে ইনা কু যত নির্মলা হযুআ \s খ্রিস্ট যীশু রাঃআ বুগিনউতার সেবাইজ \p \v 6 নিয়া যত কথা হাগামিশি কুকে পাহাম তুকা লেখান আম যীশু খ্রিস্ট রাঃআ বুগিন সেবক হ্যুয়াম, অকা পাতিয়া হেৎদ উত্তম চেচেদা আ পাঞ্জা আগুৎ আম ইনি রাঃআ বাক্ক তে তাহিনমে \v 7 মেন্খান ইশ্বররাঃআ ভক্তি হেৎদ বাড়িছ এরা হনকু লেকানা আ কাহিনী হাতেত সাঁঙ্গীরে তাহিনমে \v 8 হেৎদ দ ভুক্তিতে পুটু হই নাতিনাঙ অভেস এম; চিয়াঃচি হড়ম দাড়িরাঃআ অভ্যাস দ হুডাঙ সময় নাতিনাঙগে; মেন্খান ভুক্তি রাঃআ জ দ যত সময় ভাল, অকা আ দ নাহ আ হেৎদ হাপেন মাহা রাঃআ জীউ রে এক্ড়ার মেনা আ। \v 9 নিয়া জাগার কুদ পাতিয়ালেকানা আ হেৎদ হাতা লেকানা আ; \v 10 কারন নিয়ারাঃআ খাতির আবু কামী হেৎদ জীউ পেরেচ ইয়া আবু;চিয়াঃচি অকয় যত মান্মি রাঃআ, বিশেষ কাতে পাতিয়ান হড় কুরাঃআ ত্রানকর্তা, আবু ইনি জিউত ঈশ্বর রাঃআ আত্মাসা করাঃআগুতা আ বু \v 11 আম নিয়া যত বাব্ত্তে হুকুম য়েম হেৎদ চেচেদ এমেম। \v 12 আমাঃ আ যবনিকা যাহা রাঃআ হান্ডে আলম হুঁডিং তুকা য়া; মেন্খান বাক্কতে, আচার বেভারতে, দুলাড়তে, পটিয়াতে, হেৎদ শুদ্ধতাতে পাতিয়ান্কুরাঃআ হান্ডে আদরশবন্ লেকা তাহিনমে \v 13 ইঞ চিমিন মাহা উতার কাঞ হিচু আঞ, আম ইমিন মাহা উতার পাঠ হেৎদ নীতি থুতি রাঃআ চেত হাতাড় এম \v 14 আপে ইনা অন্তর তালা রাঃআ দায়াদুলাড় রাঃআ দান আলপে অব হেলায়া, অকা আ ভাবিজাগারিচ লিয়া মুরুব্বি কুরাঃআ তিহিতে আমকে এম উচাড়া কানা। \v 15 নিয়া কু বাব্ত্তেচিন্তাম, নিয়া যতআথিতি তাম যেন আপেয়া জ্ত্চ রা উন্নতি হযুকা আ ইঞা বাব্তে হেৎদ আমাঃ আ ছেদআ বাব্তে হুঁশিয়ারম, \v 16 নিয়া যত বাব্তে থীর তাহিনমে; চিয়াঃচি ইনকাম কামী লেখান আম কে হেৎদ অকয়কু আমাঃ আ জাগার্ কু আয়ুমেয়া, উন্কুকে পরিত্রান কুয়াম। \c 5 \s মন্ডলী রিঙ্কূ সদস্য়কুকে গামসাডি \p \v 1 আমদ যাহায় মুরুব্বিকে আলম এগের কুয়া, মেন্খান ইনিদ অপুলেকা, জুয়ান কড়া হন কুকে হাগা লেকা (লেবিয় পুস্তক 19:32) \p \v 2 মুরুব্বি বুডি কুকে দ মাই লেকা, জুয়ান কুড়ি হনকুকেৎ একদম সাফা মনেতে মিসি লেকা ঞেলিম। \p \v 3 অকয় রাঁডীকুকে নিহাত জরুর তানা, উঙ্কু রাঁডী এরা কুকে আল্লাৎ কূপে। \v 4 মেন্খান যদি ইনি রাঁডী রাঃআ হন্হ্প্ন চি হাগা-হন্হ্প্ন কু তাহিনা, উঙ্কু তবে জ্ত্চ হাতেত মাড়াংতে আকুয়াআ আ অড়াঃহড়কে মান্ত্গুনাততে হেৎদ এঙ্গা আপু রাঃআ মান এম ছেদ কা আ কু; চিয়াঃচি ইনাগে ঈশ্বর রাঃআ সামাংরে গ্রাজ আ, \p \v 5 অকয় এরা রাঁডী চি ইনিকে নেল আতেন রিঙ্কূ যাহায় বানুকুয়া, ইনিদ ঈশ্বর রাঃআ চেতানড়ে ভরসা কাতেত নিদা সিঁঙ্গী বিন্তি হেৎদ প্রাথনা তে তাহীন কা আয়, নেল আতেন নাতিনাঙ (যিরমিয় 49:11) \p \v 6 মেন্খান অকয় বিলাসিতানি ইনিদ জিউত তে গচ্ছা কানায় \v 7 নিয়া কু যত হুকুম ইম, যেন উঙ্কু পাতিয়ানকুরা আ দুর্না আল হযু কা আ। \s রান্ডিকুরাঃআ দেঙ্গা \p \v 8 মেন্খান যাহায় যদি নিজ সম্পর্কীয় হড় রাঃআ বিশেষ কাতে নিজ পাহি কুরাঃআ কায় দিশা হুদিসেয়ায়, ইনাখান পাতিয়া কামানালাত আয় এন্খান কাপাতিয়ান হড় কু হাতেত হ অ অধমা কানায়। \v 9 রাঁডী লেকাতে ইনিগেয় লেখা হযু কা আ, অকয় রাঃআ উমুর ষাট সির্মাং লাতার রে ল্হয়হেৎদ অকয় রাঃআ মিয়াৎ গে হেরেল তাহিলেনায়, হেৎদ অকয় রাঃআ কামান অ অড়ারাঃআ প্রমাণ ঞাম আ; \v 10 এন্খান যদি ইনি হন্হ্প্ন আসুলরে মেনাইয়া, যদি পাহি পেড়া কুকে সেবারে মেনাইয়া, যদি নির্মল হড় কুরাঃআ কাটা আবুঙ তাত্যায়, যদি খ্রিস্টান কুরাঃআ উপ্কার তাত্যায় যদি যত বুগিন কামিকুরা পাঞ্জা তাত্যায়। \v 11 মেন্খান জুয়ান রাঁডীকুকেৎ অমানত কূপে, চিয়াঃ চি খ্রিস্ট রাঃআ বিরুদরে বিলাসিতানি কু হুই লেন্খান্কু উঙ্কু দ গংঅঃ বুঝা কুয়া; \v 12 উঙ্ককু ইনি মাড়াংতে পাতিয়া অগ্রজতে কুড়াই ঞাম রাঃআ হুকুম মেনা আ। \v 13 নিয়া ছাড়া উন্কুদ অড়াঃ অড়াঃ দাড়াভাড়াকাতেকু আড়সা আ; সধু আড়সা দ ল্হয়, বাচালিয়া, হেৎদ অনধিকারিন্চর্চা হেৎদ অনুচিত থুতি গাম্কু চেদ্যাআ। \v 14 মেন্খান ইঞাআ নিয়া বস্না, জুয়ান রাঁডী কুড়ি হন এরা গংঅঃ কা আ কু, অড়াঃআ আইদারি কা আয়, ইটাহড়কু খারাপ গামেয়া এনেএনকান হরাঃআল তাহীন কা আ \v 15 চিয়াঃচি নিয়া মাড়াংতে হ অ অকয় অকয় কুদ বঙ্গা রাঃআ হরাতে সেসেনরাঃআ কূড়াইকু ঞাম তাত আ। \v 16 যদি যাহায় পাতিয়ানি রাঃআ অড়াঃরে রাঁডীকু তাহিনা, ইনি উঁকুয়া উপ্কারে কা আয়;মন্ডলী হাঁবালগ্রস্ত আল হুউঃকাঃআ, যেন সার্তি কায়তে রাঁডীকু রাঃআ উপ্কার করা দাড়ি কা আ। \v 17 অকয় মুরুব্বিকু বেসলেকাতে শাসনেয়া কু, বিসেস্কাতে উঙ্কুদ বাক্কে হেৎদ ছেদঅ এম ঞাতিনঙ খাটা আ কু, উন্কুদ বারগুন খাতির যতন রাঃআ যোগ আইদারি হয়ুকা আয়। \v 18 অটঅ শাস্ত্র গামেয়ায় হুরু চাউলই চাষইচ নাহেল উরিইচ্ রাঃআ মচংরে মহতি আলম ত্লেয়া, হেৎদ কামিয়ান হড় আয়া আ গনঙ রাঃআ যোগ্গ (লেবিয় পুস্তক 19:13; দ্বিতীয় বিবরণ 25:4) \v 19 বার অপি হড় সাক্ষি বান্খান মুরুব্বি কুরাঃআ বিরধ রাঃআ নালিস আলম হাতায়া (দ্বিতীয় বিবরণ 17:6, 19:15) \v 20 একয় কু কাইয়া পাতিয়ানকু, উন্কুকে জ্ত্চ রাঃআ সামাঙ শাসন কুম; যেন ইটা কু বরয় কা আ। \v 21 ইঞ ঈশ্বর কে, যীশু খ্রিস্ট কে হেৎদ বাছান সরগ নাগা কুকে সামাংরে দহ কাতেত আমকে নিয়া আদেশীঞ ইমাম তানাঞ, আম আরিচালি ছাড়া নিয়া বিধি যত পাল্নেম, প্ক্ষপতিত রাঃআ ঝুঁকতে যাহানা আ আলম কামিয়া। \v 22 যাহায় রাঃআ চেতান রে ঘিড়মেন্তাঙ তিহি আলম বাড়ায়া, হেৎদ ইটা হড় রাঃআ কইতে আলম ভাগী দারিয়া; আমনিজেকে শুদ্ধ লেকাতে বাঁচাআম। \v 23 নাহা আ অব্দি দা আ আলম নুয়া, মেন্খান আমাঃ আ লাহিচ্ নাতিনাঙ হেৎদ আমাঃ আ ঘিড়ঘিড় রুয়া হ্যুয়া মেন্তে ইতিচ তরাঙ কলাঙ বেভারেম। \v 24 অকয় অকয় হড়রাঃআ কাই সুস্পস্ট, ধরবার আ হরারে মাড়াংতে;অটঃহঅ অকয় অকয় হড়কুরাঃআ কাই আকুয়াআ তায়্ম তে \v 25 সার্তি কামী কু হ অ এনেএঙকা সুস্পস্ট; হেৎদ অকা আ অকা আ এটা আ লেকানা আ, ইনা কু হ অ উকু কা তাহি দাড়ি য়া আ। \c 6 \s খ্রিস্ট দাসকুরাঃআ চাল-চলন \p \v 1 অকয় মান্মি যত আরাড় রাঃআ অধীন রিঙ্কূ মুনিস, উন্কুদ আকুয়াআ আ নিজ নিজ গিরিহা কুকে সম্পুর্ন গুনাত মানত কমা, চিয়াঃচি ঈশ্বর রাঃআ ঞুতুম হেৎদ ছেদ্দা আল নিন্দা কা আ। \v 2 হেৎদ অকয় কু রাঃআ পাতিয়ান গিরিহা মেনা কু য়া, উঙ্কু দ উন্কুকে হাগা গাম কাটাত আলকু হুঁডিঞ কুক আ; বরঙ অঠহঅগে বেসলেকাতে দাসত্ব কামীই কা আ কু, চিয়াঃচি অক্য়্কু ইনা সদ্ধবেভার রাঃআ জ কু জ্মেয়া, উঙ্কু পাতিয়ান হেৎদ দুলারিচ তানা কু। \s বেদা চেচেদ হেৎদ ধনরাঃআ লালচ \p \v 3 নিয়া যত চেচেদা আ এমেম হেৎদ অনুনয়েম। যদি যাহায় এঠাঃ ছেদাঃ ছেদ কুয়া, হেৎদ নিরাময় জাগার, অর্থাৎ আবুয়া প্রভু যীশু খ্রিস্ট রাঃআ জাগার, হেৎদ ভুক্তিরাঃআ লেকানা আ ছেদাঃআ কাকু স্বীকারেয়া, \v 4 তবে ইনিদ টেঁঠ ক্র্লায়াত আয়, যাহানা আ কায় সারিয়ায়, মেন্কান বিবাদ হেৎদ নিয়ায় এগের রাঃআ রোগ হ্যুয়া কানা;নিয়া যতচ ারাঃআ জ কুদ রৃষা, গ্প্চ, নিন্দা, খারাপ সন্দেহ, \v 5 হেৎদ নস্ট বিবেক হেৎদ রগড়, ঝগড়, হুই রেগে তাহিনা, এন্খান বুদ্ধি নাস য়া হেৎদ সার্তি হাতেত ঝাড়া কানায়, অকয় বুজ ঞাম তাত আয় ভুক্তি দ আয় রাঃআ হরা তানা। \v 6 ইনাতে খুশি ল অ ভুক্তিতে গাদা বেশী লাভ হরা, \v 7 চিয়াঃচি নিয়া সংসারে আবু যাহানা আ আগু তাত আ বু, চি যাহানা আ নিয়া সংসার হাতাত ইদিয়াবু (ইয়োব 1:21; গিত সংহিতা 49:17) \v 8 মেন্খান জমা নুয়া, অয়র ভাগয়া ঞাম লেখান গে ইনা তা খান খুসিলে তাহিনা। \v 9 মেন্খান অকয় কিসাড় রাঃআ বাসনায়, উন্কুদ বিডাও রে ফাঁসিয়ারে হেৎদ নানাহুনার বার্থ হেৎদ হানিকর লাল্চ্ রে ঢুঁবুুজ জঃআয়, ইনি যত মান্মিকুকে ছিতরা হেৎদ বিনাশ রে ডুঁবুজ কুয়ায়্য় য় (হিতপদেশ 23:4) \v 10 চিয়াঃচি ধনদাড়ী যত খারাপ রাঃআ মিয়াৎ পাটা;ইনাকুতে মাতা য়াকান তেকু কথক হড় কু দ পাতিয়া হাতেত সরা গিডিয় আ কানা কু, হেৎদ গাদা কস্টএম ইচ জানুম তে আকু একুতেগে ফকা আ তানা কু। \s বুগিন স্বীকার \p \v 11 মেন্খান আম এ ঈশ্বর রাঃআ হড়, নিয়াকু হাতেত নিরকে;ধার্মিকতে, ব্যক্তিতে, পাতিয়াতে, দুলাড়তে, সাহায়তে, নম্ব্র ভাবতে নিয়া কুরাঃআ অনুধাব্নেম। \v 12 পটিয়াতে বেস্গটা লাড়াই রে জীউ স্ম্র্পনেম;জায়জুগ জীউ সাপ ধহম;ইনি রাঃআ নাতিনাঙ আমকে জুমা হ্যুয়া কানা, হেৎদ গাদা সক্ষি রাঃআ সামাংরে ইনা বেশ এক্ড়াড় মানাবাতা তাত আম। \v 13 জ্ত্চ রাঃআ জীউ এম্গিচ ঈশ্বর রাঃআ সামাংরে, হেৎদ অকয় পন্তীয় পিলাতরাঃআ হান্ডে ইনা উত্ত্ম এক্ড়ার রাঃআ সাক্ক এম লাতআয়, ইনি যীশু খ্রিস্ট রাঃআ সামাংরে, \v 14 ইঞ আমকে নিয়া জাগারামাঞ তানা, আম ধরমবিধি নিষ্কলঙ্ক হেৎদ আলম দুর্নাম তুকাঃআ যত মাহা পর্যন্ত প্রভু যীশু খ্রিস্টরাঃআ রুয়াড় মাহা কা সেটেরঃ আ, \v 15 অকা ইনা পরমধন্য হেৎদ মিত সম্রাট, রাজত্বকারী কুরাঃআ রাপাজ হেৎদ প্রভুত্বকরি কুরাঃআ প্রভু, লাক্তি সময়রে সদরঅঃ আয় (গিতসংহিতা 47:2) \v 16 অকয় দ অমরতাহীন রাঃআ আয়াগেধিকার, আগ্ ম্ম মার্শালনিবাসী, অকয় কে জাহাহুলাঙ মান্মি রাঃআ তালারে কাকু ঞেলঞাম তিয়া, ঞেলহঅ কাকু ঞেলঞামিয়া, ইনি রাঃআ গে সমাদর হেৎদ যুগযুগ অব্দি আইদারি হয়ুকা আ। আমেন (1 তিমথিয় 1:17) \s কিসাড়কুকে আনচু \p \v 17 অকয় দ নিয়া যুগ রেনকু কিসাড় হড়, উঙ্কূ কে নিয়া হুকুম এমাকুম, যেন উঙ্কূ গরব ম্নেয়ান হড় আলকু হযু কা আ, হেৎদ সম্পদ আর্ঝারাঃআ নাতিনাং দ ল্হয়, মেন্খান অকয় কিসাড়িচ লেকা যতচ া গে আবুয়া আ জম নু নাতিনাঞ যোগাড়েয়ায়, ইনি ঈশ্বর রাঃআ চেতান রে আস দহ্যায়; যেন এটাঃ হড় কুরাঃআ উপ্কার কা আ (গিতসংহিতা 62:1০) \v 18 অটঅ সতকমিতে কিসাড়ম, দানবান হযুম, হেলমেল তাহিনাতিনাঙ মনস্থিরেম; \v 19 নিয়ালেকাতে উঙ্কু উন্কুয়া নাতিনাঙ হাপেন মাহা রাঃআ নাতিনাঞ বুগিন ভিত্তিপাটা লেকা আরিচালি বানায় কা আয়, যেন, অকা জিয়ন জীউ, ইনা সাপ ধহ দাড়ি কায়ায়। \s পাতিয়ানকুকে নেল আতেন \p \v 20 এ থিমতি, আমাঃ আ হান্ডেঅকা কু গ্ছিয়া মেনা আ, ইনা কুদ হুসিয়ারতে দহম;অকা কু অযথা বিদ্যা ঞুতুুমতে মেনা আ, ইনা রাঃআ দরম বিরুধ নিঃসার আউহাসাডী হেৎদ বিরধিতা হ্স্তেত সাঁঙ্গীঞ রে তাহিনমে; \v 21 ইনা বিদ্যা হাড়ুপ ধহ কাতে অকয় অকয় কুদ পাতিয়া হাতেত নজর ভ্রস্ট হ্যুয়া কানা কু। ইশ্বররাঃআ দায়াদুলাড় অপেকুল তাহীন কা আ।