\id ZEP - Biblica® Open Bengali Contemporary Version (Updated 2021) \ide UTF-8 \h সফনিয় \toc1 সফনিয় \toc2 সফনিয় \toc3 সফ \mt1 সফনিয় \c 1 \p \v 1 যিহূদার রাজা, আমোনের পুত্র যোশিয়ের রাজত্বকালে সদাপ্রভুর বাক্য কূশির পুত্র সফনিয়ের কাছে আসে, কূশি গদলিয়ের পুত্র, গদলিয় অমরিয়ের পুত্র, অমরিয় হিষ্কিয়ের পুত্র: \b \s1 সদাপ্রভুর বিচারের দিন \q1 \v 2 “আমি পৃথিবীর বুক থেকে সবকিছু \q2 নষ্ট করে দেব,” \q2 সদাপ্রভু বলেন। \q1 \v 3 “আমি মানুষ এবং পশু উভয়কেই নষ্ট করে দেব; \q2 আকাশের পাখিদেরকেও আমি নষ্ট করে দেব \q2 আর সমুদ্রের মাছেদের— \q2 আর যে মূর্তিরা দুষ্টদের হোঁচট করাবে।” \b \q1 “তখন পৃথিবীর বুক থেকে \q2 সমগ্র মানবজাতিকে আমি ধ্বংস করব,” \q2 সদাপ্রভু বলেন, \q1 \v 4 “আমি যিহূদার বিরুদ্ধে আমার হাত উঠাব \q2 আর জেরুশালেমবাসীদের বিরুদ্ধেও। \q1 আমি এই দেশ থেকে অবশিষ্ট বায়াল-দেবতার প্রতিমা \q2 এবং সমস্ত পৌত্তলিক পুরোহিতদের নাম ধ্বংস করে দেব— \q1 \v 5 যারা ছাদের উপর উঠে \q2 আকাশ-বাহিনীর উপাসনা করে, \q1 যারা সদাপ্রভুর নামে নত হয়ে প্রতিশ্রুতি নেয় \q2 এবং মালাকামের নামেও শপথ করে, \q1 \v 6 যারা সদাপ্রভুকে অনুসরণ করা ছেড়ে দিয়েছে \q2 না তারা সদাপ্রভুকে অন্বেষণ করে, না তাঁর অনুসন্ধান করে।” \b \q1 \v 7 সার্বভৌম সদাপ্রভুর সামনে নীরব হও, \q2 কারণ সদাপ্রভুর দিন সন্নিকট। \q1 সদাপ্রভু একটি উৎসর্গের আয়োজন করেছেন; \q2 তিনি নিমন্ত্রিত জনদের শুচিশুদ্ধ করেছেন। \b \q1 \v 8 “সদাপ্রভুর সেই বলিদানের দিনে \q2 আমি কর্মকর্তাদের \q2 রাজপুত্রদের \q1 এবং যারা বিদেশি রীতিনীতি মানে \q2 তাদের শাস্তি দেব। \q1 \v 9 সেদিন আমি তাদের শাস্তি দেব \q2 যারা পরজাতিদের দেবতাদের উপাসনায় সম্মিলিত হয়, \q1 যারা নিজের দেবতার মন্দির \q2 অত্যাচার আর ছলনার দ্বারা লুন্ঠিত দ্রব্যে পূর্ণ করে। \b \q1 \v 10 “সেদিনে,” \q2 সদাপ্রভু বলেন, \q1 “মাছ-ফটকের থেকে কান্নার শব্দ, \q2 নগরের নতুন অংশ থেকে বিলাপের ধ্বনি, \q2 এবং পাহাড়ের চারদিক সশব্দে ভেঙে পড়ার আওয়াজ শোনা যাবে। \q1 \v 11 হে ব্যবসাকেন্দ্রের বসবাসকারীরা তোমরা বিলাপ করো, \q2 কারণ তোমাদের সমস্ত বণিকেরা নিশ্চিহ্ন হয়ে যাবে, \q2 যারা রুপোর ব্যবসায়ী, তারাও বিনষ্ট হবে। \q1 \v 12 তখন আমি বাতি নিয়ে জেরুশালেমেতে অন্বেষণ করব \q2 যারা সন্তুষ্ট থাকে তাদের শাস্তি দেব, \q2 যারা দ্রাক্ষারসের তলানির মতো, \q1 আর ‘যারা মনে করে সদাপ্রভু কিছুই করবেন না, \q2 ভালো বা মন্দ।’ \q1 \v 13 তাদের ধনসম্পত্তি লুট করা হবে, \q2 তাদের ঘরগুলি ধ্বংস করা হবে। \q1 তারা নতুন ঘর নির্মাণ করলেও, \q2 তাতে তারা বসবাস করতে পারবে না; \q1 তারা দ্রাক্ষালতা লাগালেও, \q2 তার রস পান করতে পারবে না।” \b \q1 \v 14 সদাপ্রভুর মহান বিচারের দিন নিকটে— \q2 সন্নিকট আর শীঘ্রই আসছে। \q1 সদাপ্রভুর সেদিনে ক্রন্দনের শব্দ খুবই তিক্ত; \q2 যুদ্ধে বীর যোদ্ধারা যন্ত্রণায় কাতর। \q1 \v 15 সেদিন হবে ক্রোধের দিন— \q2 ভীষণ দুর্দশা ও কষ্টের দিন, \q3 ধ্বংস এবং বিনাশের দিন, \q2 দিন ঘন অন্ধকারের, \q3 কালো মেঘাচ্ছন্ন দিন— \q2 \v 16 চারদিকে ঘেরা নগরের বিরুদ্ধে \q1 আর কোণের সব উঁচু জায়গায় পাহারা এবং ঘরের বিরুদ্ধে \q2 শিঙার রব ও যুদ্ধের হাঁকের দিন। \b \q1 \v 17 “আমি সমস্ত লোকেদের উপর এমন বিপত্তি আনব \q2 ফলে তারা অন্ধ লোকের মতো হাঁটবে, \q2 কারণ তারা সদাপ্রভুর বিরুদ্ধে পাপ করেছে। \q1 তাদের রক্ত ধুলোর মতো ফেলা হবে \q2 আর দেহ গোবরের মতো পড়ে থাকবে। \q1 \v 18 সদাপ্রভুর ক্রোধের দিনে \q2 তাদের রুপো বা তাদের সোনা \q2 কোনো কিছুই তাদের বাঁচাতে পারবে না।” \b \q1 তার অগ্নিময় ক্রোধে \q2 সমগ্র পৃথিবী পুড়ে যাবে, \q1 তিনি জগতে বসবাসকারী সকলকে \q2 হঠাৎ নষ্ট করে দেবেন। \c 2 \s1 যিহূদা এবং জেরুশালেমের সঙ্গে জাতি সমগ্রের বিচার \s2 যিহূদার উদ্দেশে অনুতাপের আহ্বান \q1 \v 1 হে লজ্জাবিহীন জাতি, \q2 একত্রিত হও, নিজেদের একত্রিত করো, \q1 \v 2 সেই আদেশের সময় কার্যকর হওয়ার আগে \q2 যখন দিন তুষের মতো উড়ে যাবে, \q1 সদাপ্রভুর জ্বলন্ত ক্রোধ \q2 তোমাদের উপর আসার আগেই, \q1 সদাপ্রভুর ভীষণ ক্রোধের দিন \q2 তোমাদের উপর আসার আগেই। \q1 \v 3 সদাপ্রভুকে খোঁজ হে দেশের নম্র জনেরা \q2 সদাপ্রভুর আজ্ঞা পালনকারীরা। \q1 ধার্মিকতার অনুসন্ধান করো, নম্রতার অনুসন্ধান করো; \q2 তবেই সদাপ্রভুর ক্রোধের দিনে \q2 তোমরা আশ্রয় পাবে। \s2 ফিলিস্তি \q1 \v 4 গাজা পরিত্যাক্ত হবে \q2 অস্কিলোন ধ্বংস হবে। \q1 দিনের বেলার মধ্যেই অস্‌দোদকে খালি করে দেওয়া হবে \q2 এবং ইক্রোণবাসিদের উপড়ে ফেলা হবে। \q1 \v 5 ধিক্ তোমাদের হে করেথীয়বাসীরা, \q2 যারা সমুদ্রের ধারে বসবাস করো; \q1 ফিলিস্তিনীদের দেশ কনান, \q2 তোমাদের বিরুদ্ধে সদাপ্রভুর বাণী। \q1 তিনি বলেন, “আমি তোমাদের নষ্ট করব, \q2 কেউই রেহাই পাবে না।” \q1 \v 6 সমুদ্রের ধারের তোমাদের এলাকা চারণভূমি হবে \q2 যেখানে মেষপালকদের জন্য কুয়ো \q2 এবং মেষদের জন্য খোঁয়াড় থাকবে। \q1 \v 7 সেই এলাকা \q2 যিহূদা বংশের বেঁচে থাকা লোকেরা অধিকার করবে; \q2 সেখানে তারা চারণভূমি পাবে। \q1 সন্ধ্যায় তারা বিশ্রাম করবে \q2 অস্কিলোনবাসীদের বাসায়। \q1 তখন থেকে তোমাদের ঈশ্বর সদাপ্রভু তাদের যত্ন করবেন; \q2 তিনি তাদের অবস্থা ফিরাবেন। \s2 মোয়াব এবং অম্মোন \q1 \v 8 “আমি মোয়াবের অপমানের \q2 এবং অম্মোনীয়দের ঠাট্টার কথা শুনেছি, \q1 যারা আমার প্রজাদের অপমান করে \q2 তাদের দেশের বিরুদ্ধে ভীতিপ্রদর্শন করেছে। \q1 \v 9 অতএব, আমার জীবনের দিব্য যে,” \q2 বাহিনীগণের সদাপ্রভু ঘোষণা করেন, \q2 যিনি ইস্রায়েলের ঈশ্বর, \q1 “নিশ্চয় মোয়াব সদোমের মতো, \q2 অম্মোনীয়রা ঘমোরার মতো হবে— \q1 যা আগাছার জায়গা ও লবণের গর্তে, \q2 চিরকালের জন্য পতিত জমি হয়ে থাকবে। \q1 আমার অবশিষ্ট লোকেরা তাদের লুটবে; \q2 আমার জাতির বেঁচে থাকা লোকেরা তাদের দেশ অধিকার করবে।” \b \q1 \v 10 সর্বশক্তিমান সদাপ্রভুর প্রজাদের ওপর \q2 অপমানে ও ঠাট্টার কারণে \q2 এভাবে তারা তাদের অহংকারের জন্য শাস্তি পাবে। \q1 \v 11 তখন সদাপ্রভু তাদের প্রতি ভয়ংকর হবেন \q2 যখন তিনি পৃথিবীর সমস্ত দেবতাদের ধ্বংস করবেন। \q1 দূর দেশের জাতিরা তাঁর কাছে নত হবে, \q2 তাদের নিজের দেশে তাঁর উপাসনা করবে। \s2 কূশ \q1 \v 12 “হে কূশীয়েরা, তোমরাও, \q2 আমার তরোয়ালের দ্বারা মারা যাবে।” \s2 আসিরিয়া \q1 \v 13 তিনি উত্তর দিকের বিরুদ্ধে হাত বাড়িয়ে \q2 আসিরিয়াকে ধ্বংস করবেন, \q1 নীনবীকে একেবারে জনশূন্য \q2 এবং মরুভূমির মতো শুকনো করবেন। \q1 \v 14 সেখানে গরু ও মেষের পাল \q2 এবং সব ধরনের প্রাণী শুয়ে থাকবে। \q1 মরু-প্যাঁচা ও ভুতুম-প্যাঁচারা \q2 তার থামগুলির উপরে ঘুমাবে। \q1 জানলার মধ্যে দিয়ে তাদের ডাক শোনা যাবে, \q2 পুরোনো বাড়ির ভাঙার ধ্বংসস্তূপ দরজার পথ ভরিয়ে দেবে \q2 সিডার গাছের তক্তাগুলিও খোলা পড়ে থাকবে। \q1 \v 15 এই সেই নগর যা হৈচৈপূর্ণ \q2 এবং নিরাপদে ছিল। \q1 সে নিজেকে বলত, \q2 “আমিই একমাত্র! আমাকে ছাড়া আর কেউই নেই।” \q1 সে কেমন ধ্বংস হয়ে গেছে, \q2 বন্যপশুদের আশ্রয়স্থান! \q1 যারা তার পাশ দিয়ে যায় \q2 হাত নেড়ে বিদ্রুপ করতে করতে যায়। \c 3 \s2 জেরুশালেম \q1 \v 1 ধিক্ সেই অত্যাচারী, \q2 বিদ্রোহী এবং অপবিত্র নগর! \q1 \v 2 সে কারোর আদেশ মানে না, \q2 কোনও অনুশাসনও গ্রহণ করে না। \q1 সে সদাপ্রভুতে আস্থা রাখে না, \q2 সে তার ঈশ্বরের কাছে যায় না। \q1 \v 3 তার মধ্যবর্তী রাজকর্মচারীরা \q2 যেন গর্জনকারী সিংহ; \q1 তার শাসকেরা সন্ধ্যাবেলার নেকড়ে, \q2 তারা সকালের জন্য কিছুই ফেলে রাখে না। \q1 \v 4 তাদের ভাববাদীরা অনাচারী; \q2 তারা বিশ্বাসঘাতক। \q1 তাদের পুরোহিতরা পবিত্র বস্তুকে অপবিত্র করে \q2 এবং ব্যবস্থার বিরুদ্ধে কাজ করে। \q1 \v 5 তার মাঝে সদাপ্রভু ন্যায়পরায়ণ; \q2 তিনি কোনও অন্যায় করেন না। \q1 সকালের পর সকাল তিনি ন্যায়বিচার করেন, \q2 আর প্রত্যেক নতুন দিনে তিনি ভুল করেন না, \q2 তবুও সেই অন্যায়কারীদের কোনও লজ্জা নেই। \s2 জেরুশালেম অননুতপ্ত থেকে গেল \q1 \v 6 “আমি জাতিদের শেষ করেছি; \q2 তাদের বলিষ্ঠ দুর্গগুলি ধ্বংস হয়ে গেছে। \q1 আমি তাদের নগরের রাস্তাগুলি নির্জন করে দিয়েছি, \q2 সেখান থেকে আর কেউই যাতায়াত করে না। \q1 তাদের নগরসকল ধ্বংস হয়ে গেছে; \q2 সেগুলি খালি এবং নির্জন। \q1 \v 7 জেরুশালেমের বিষয় আমি চিন্তা করলাম, \q2 ‘তুমি নিশ্চয় আমায় ভয় করবে \q2 এবং অনুশাসন গ্রাহ্য করবে!’ \q1 তাতে তার আশ্রয়স্থান ধ্বংস হবে না, \q2 কিংবা আমার সকল শাস্তিও তার উপর আসবে না। \q1 কিন্তু তাদের তখনও আগ্রহ ছিল \q2 দুষ্কর্ম করার জন্য যেমন তারা আগে করত। \q1 \v 8 সুতরাং আমার জন্য অপেক্ষা করো,” \q2 সদাপ্রভু বলেন, \q2 “যেদিন আমি সাক্ষ্য দেওয়ার জন্য উঠে দাঁড়াবো। \q1 আমি জাতিদের একত্র করার জন্য মনস্থির করেছি, \q2 আর রাজ্যগুলিকে একত্রিত করব \q1 এবং আমার ক্রোধ তাদের উপর ঢেলে দেব— \q2 আমার সকল প্রচণ্ড ক্রোধ। \q1 সমগ্র পৃথিবী ভস্ম হবে \q2 আমার ঈর্ষান্বিত ক্রোধের আগুনে। \s1 অবশিষ্টাংশ ইস্রায়লীদের পুনঃপ্রতিষ্ঠা \q1 \v 9 “তখন আমি লোকেদের ওষ্ঠ শুচি করব, \q2 যাতে তারা সদাপ্রভুর নাম স্মরণ করে \q2 এবং কাঁধে কাঁধ মিলিয়ে তাঁর সেবা করে। \q1 \v 10 কূশ দেশের নদীর ওপার থেকে \q2 আমার উপাসনাকারী আমার ছড়িয়ে যাওয়া লোকেরা, \q2 আমার জন্য উৎসর্গের বস্তু নিয়ে আসবে। \q1 \v 11 হে জেরুশালেম আমার প্রতি তুমি যা ভুল করেছিলে \q2 তার জন্য তুমি সেদিন লজ্জিত হবে না, \q1 কারণ তোমাদের মধ্যে থেকে অহংকারী \q2 ও গর্বিত লোকেদের বের করে দেব। \q1 আমার পবিত্র পাহাড়ে তারা আর কখন \q2 আমার বিরুদ্ধে বিদ্রোহ করবে না। \q1 \v 12 কিন্তু আমি তোমাদের মধ্যে ছেড়ে দেব \q2 দীন ও নম্রদের। \q1 অবশিষ্টাংশ ইস্রায়েলীরা \q2 সদাপ্রভুর নামে আস্থা রাখবে। \q1 \v 13 তারা কোনো দুষ্কর্ম করবে না; \q2 তারা মিথ্যা কথা বলবে না, \q1 ছলনার জিহ্বা \q2 তাদের মুখে আর পাওয়া না। \q1 তারা খাবে আর ঘুমাবে \q2 আর কেউই তাদের ভয় দেখাবে না।” \b \q1 \v 14 হে সিয়োন-কন্যা, গান করো; \q2 হে ইস্রায়েল, জয়ধ্বনি করো! \q1 হে জেরুশালেম-কন্যা, \q2 তুমি খুশি হও ও অন্তর দিয়ে আনন্দ করো! \q1 \v 15 সদাপ্রভু তোমার শাস্তি দূর করে দিয়েছেন, \q2 তোমার শত্রুদের তাড়িয়ে দিয়েছেন। \q1 সদাপ্রভু, ইস্রায়েলের রাজা, তোমার সঙ্গে আছেন; \q2 তুমি আর কখনও অমঙ্গলের ভয় করবে না। \q1 \v 16 সেইদিন \q2 তারা জেরুশালেমকে বলবে, \q1 “হে সিয়োন, ভয় করো না; \q2 তোমার হাত পঙ্গু হতে দিয়ো না। \q1 \v 17 তোমার ঈশ্বর সদাপ্রভু তোমার সঙ্গে আছেন, \q2 সেই মহাযোদ্ধা যিনি তোমাকে বাঁচান। \q1 তিনি তোমাকে নিয়ে খুবই আনন্দিত হবেন; \q2 তাঁর ভালোবাসায় তিনি তোমাকে আর তিরস্কার করবেন না, \q2 কিন্তু গান দ্বারা তোমার বিষয়ে উল্লাস করবেন।” \b \q1 \v 18 “তোমার নির্দিষ্ট উৎসব পালন না করতে পারার জন্য যারা শোক করে \q2 তা আমি তোমার থেকে দূর করে দেব, \q2 যা তোমার কাছে বোঝা এবং নিন্দা। \q1 \v 19 যারা তোমাদের উপর নিপীড়িন করেছে \q2 সেই সময় আমি তাদের শাস্তি দেব। \q1 আমি খোঁড়াদের উদ্ধার করব; \q2 আমি নির্বাসিতদের একত্রিত করব। \q1 প্রত্যেক দেশে যেখানে তারা লজ্জা সহ্য করেছে \q2 আমি তাদের প্রশংসা ও সম্মান দান করব। \q1 \v 20 সেই সময় আমি তোমাদের একত্রিত করব; \q2 সেই সময় আমি তোমাদের ফিরিয়ে আনব। \q1 পৃথিবীর সমগ্র জাতিদের মধ্যে \q2 আমি তোমাদের সম্মান ও প্রশংসা দান করব \q1 তোমাদের চোখের সামনেই আমি \q2 তোমাদের অবস্থা পুনঃপ্রতিষ্ঠা করব,” \q2 সদাপ্রভু বলেন।