\id JOL - Biblica® Open Bengali Contemporary Version (Updated 2021) \ide UTF-8 \h যোয়েল \toc1 যোয়েল \toc2 যোয়েল \toc3 যোয়ে \mt1 যোয়েল \c 1 \p \v 1 সদাপ্রভুর এই বাক্য পথূয়েলের পুত্র যোয়েলের কাছে উপস্থিত হল। \b \s1 পঙ্গপালের আক্রমণ \q1 \v 2 আপনারা যারা প্রাচীন, একথা শুনুন; \q2 দেশে বসবাসকারী তোমরা সকলেই শোনো। \q1 তোমাদের সময়কালে, কিংবা তোমাদের পিতৃপুরুষদের সময়ে, \q2 এরকম ঘটনা কখনও কি ঘটেছে? \q1 \v 3 তোমাদের সন্তানদের কাছে একথা বলো, \q2 তোমাদের সন্তানেরা তাদের সন্তানদের কাছে একথা বলুক, \q2 আর তাদের সন্তানেরা বলুক পরবর্তী প্রজন্মের কাছে। \q1 \v 4 পঙ্গপালের ঝাঁক যা ছেড়ে গিয়েছে, \q2 তা বড়ো পঙ্গপালেরা খেয়ে ফেলেছে; \q1 বড়ো পঙ্গপালের যা ছেড়ে দিয়েছে, \q2 তরুণ পঙ্গপালেরা তা খেয়ে ফেলেছে; \q1 আর তরুণ পঙ্গপালেরা যা ছেড়ে দিয়েছে, \q2 তা অন্য পঙ্গপালেরা খেয়ে ফেলেছে। \b \q1 \v 5 ওহে মাতাল ব্যক্তিরা, তোমরা ওঠো ও কাঁদো! \q2 যারা সুরা পান করো, তোমরা বিলাপ করো; \q1 নতুন দ্রাক্ষারসের জন্য বিলাপ করো, \q2 কারণ তা তোমাদের মুখ থেকে কেড়ে নেওয়া হয়েছে। \q1 \v 6 এক জাতি আমার দেশকে আক্রমণ করেছে, \q2 তারা শক্তিশালী ও সংখ্যায় অগণ্য; \q1 তার আছে সিংহের মতো দাঁত, \q2 আছে সিংহীর মতো কশের দাঁত। \q1 \v 7 সে আমার দ্রাক্ষালতা নষ্ট করেছে, \q2 আমার ডুমুর গাছগুলি ধ্বংস করেছে। \q1 সে তাদের ছালগুলি খুলে দূরে ফেলে দিয়েছে, \q2 তাদের শাখাপ্রশাখা ত্বকশূন্য সাদা দেখা যায়। \b \q1 \v 8 তোমরা শোকবস্ত্র পরে যুবতী নারীর মতো বিলাপ করো, \q2 যে যৌবনেই তার স্বামীর মৃত্যুতে শোক করে। \q1 \v 9 শস্য-নৈবেদ্য ও পেয়-নৈবেদ্য সকল \q2 সদাপ্রভুর গৃহ থেকে অপহৃত হয়েছে। \q1 যারা সদাপ্রভুর সামনে পরিচর্যা করেন, \q2 সেই যাজকেরা সবাই শোক করছেন। \q1 \v 10 মাঠগুলি সব বিধ্বস্ত হয়েছে, \q2 জমি শুকিয়ে গেছে; \q1 শস্যরাশি ধ্বংস করা হয়েছে, \q2 নতুন দ্রাক্ষারস শুকিয়ে গেছে, \q2 তেল সব শেষ হতে চলেছে। \b \q1 \v 11 ওহে কৃষকেরা, তোমরা হতাশ হও, \q2 দ্রাক্ষাচাষিরা, তোমরা বিলাপ করো; \q1 তোমরা গম ও যবের জন্য দুঃখ প্রকাশ করো, \q2 কারণ মাঠের সব উৎপন্ন শস্য ধ্বংস হয়েছে। \q1 \v 12 দ্রাক্ষালতা শুকিয়ে গেছে \q2 ও ডুমুর গাছ জীর্ণ হয়েছে; \q1 ডালিম, খেজুর ও আপেল গাছ— \q2 মাঠের যত গাছপালা—শুকিয়ে গেছে। \q1 সত্যিই মানবজাতির সব আনন্দ \q2 ফুরিয়ে গেছে। \s1 মনপরিবর্তনের জন্য আহ্বান \q1 \v 13 ওহে যাজকেরা, তোমরা শোকের বস্ত্র পরে বিলাপ করো; \q2 যারা বেদির সামনে পরিচর্যা করো, তোমরা হাহাকার করো। \q1 তোমরা, যারা আমার ঈশ্বরের সামনে পরিচর্যা করো, \q2 তোমরাও এসো, সমস্ত রাত্রি শোকের বস্ত্র পরে কাটাও; \q1 কারণ ভক্ষ্য-নৈবেদ্য ও পেয়-নৈবেদ্য \q2 তোমাদের ঈশ্বরের গৃহে আনা হয়নি। \q1 \v 14 এক পবিত্র উপবাস-পর্ব ঘোষণা করো, \q2 এক পবিত্র সভার আহ্বান করো। \q1 প্রাচীনদের ও যারা দেশে বসবাস করে, \q2 তাদের সবাইকে তলব করো, \q1 তারা যেন তোমাদের ঈশ্বর সদাপ্রভুর গৃহে আসে \q2 ও সদাপ্রভুর কাছে ক্রন্দন করে। \b \q1 \v 15 হায় হায়, সে কেমন দিন! \q2 কারণ সদাপ্রভুর দিন সন্নিকট; \q2 এ যেন সর্বশক্তিমানের কাছ থেকে বিনাশের মতো আসছে। \b \q1 \v 16 আমাদের চোখের সামনে থেকেই কি খাবার, \q2 আনন্দ ও উল্লাস আমাদের ঈশ্বরের গৃহ থেকে নিয়ন্ত্রিত করা হয়নি? \q1 \v 17 যত শস্যবীজ মাটির ঢেলার নিচে \q2 পচে গেছে। \q1 শস্যভাণ্ডারের গৃহগুলি ধ্বংস হয়েছে, \q2 গোলাঘরগুলি ভেঙে ফেলা হয়েছে, \q2 কারণ শস্য সব শুকিয়ে গেছে। \q1 \v 18 পশুপাল কেমন আর্তস্বর করছে! \q2 বলদের পাল দিশেহারা হয়ে পড়েছে, \q1 কারণ তাদের জন্য কোনো চারণভূমি নেই। \b \q1 \v 19 হে সদাপ্রভু, আমি তোমাকেই ডাকি, \q2 কারণ আগুন খোলা চারণভূমিকে গ্রাস করেছে \q2 আর আগুনের শিখা মাঠের সমস্ত গাছপালা দগ্ধ করেছে। \q1 \v 20 এমনকি, বুনো পশুরাও হাঁপাতে হাঁপাতে তোমার দিকে চেয়ে আছে; \q2 জলের সমস্ত উৎস শুকিয়ে গেছে \q2 আর আগুন খোলা চারণভূমিগুলি ধ্বংস করেছে। \c 2 \s1 পঙ্গপালের ঝাঁক \q1 \v 1 তোমরা সিয়োনে তূরী বাজাও; \q2 আমার পবিত্র পর্বতে সিংহনাদ তোলো। \b \q1 দেশে বসবাসকারী সকলে ভয়ে কাঁপুক, \q2 কারণ সদাপ্রভুর দিন এসে পড়েছে। \q1 হ্যাঁ, সেদিন কাছে এসে পড়েছে— \q2 \v 2 তা অন্ধকার ও নিরানন্দের দিন, \q2 মেঘের ও গাঢ় অন্ধকারের দিন। \b \q1 \v 3 তাদের সামনে আগুন গ্রাস করে, \q2 তাদের পিছনে আগুনের শিখা জ্বলে। \q1 তাদের সামনে দেশ হয় যেন এদন উদ্যানের মতো, \q2 তাদের পিছনে থাকে এক পরিত্যক্ত মরুপ্রান্তর— \q1 কোনো কিছুই তাদের কাছ থেকে রেহাই পায় না। \q1 \v 4 তাদের আকার অশ্বের মতো, \q2 তারা অশ্বারোহী সৈন্যদের মতো ছুটে চলে। \q1 \v 5 বহু রথের শব্দের মতো ধ্বনি তুলে, \q2 নাড়া গ্রাসকারী আগুনের মতো শব্দ তুলে, \q2 তারা পাহাড়ের চূড়ায় লাফ দেয়, \q1 তারা যেন যুদ্ধের উদ্দেশে শ্রেণীভূত পরাক্রমী সৈন্যদলের মতো। \b \q1 \v 6 তাদের দেখামাত্র জাতিসমূহ মনস্তাপে দগ্ধ হয়; \q2 প্রত্যেকের মুখ বিবর্ণ হয়ে যায়। \q1 \v 7 তারা বীর যোদ্ধাদের মতো দৌড়ায়, \q2 সৈন্যদের মতো তারা প্রাচীর পরিমাপ করে। \q1 তারা সুশৃঙ্খলভাবে সমরাভিযান করে, \q2 কেউই তার স্থান থেকে বিচ্যুত হয় না। \q1 \v 8 তারা একে অন্যের উপরে চাপাচাপি করে পড়ে না, \q2 প্রত্যেকেই সোজা চলাপথে অগ্রসর হয়। \q1 প্রতিরোধ ব্যবস্থা তারা ভেদ করে, \q2 কেউই তার লাইন ভেঙে ফেলে না। \q1 \v 9 তারা নগরের মধ্যে দ্রুত দৌড়ে যায়, \q2 তারা প্রাচীরের উপরে দৌড়াতে থাকে। \q1 তারা ঘরবাড়ির উপরে চড়ে, \q2 চোরের মতো জানালা দিয়ে ভিতরে প্রবেশ করে। \b \q1 \v 10 তাদের সামনে পৃথিবী কম্পিত হয়, \q2 আকাশমণ্ডল কাঁপতে থাকে, \q1 সূর্য ও চাঁদ অন্ধকার হয়ে যায়, \q2 নক্ষত্রেরা আর দীপ্তি দেয় না। \q1 \v 11 সদাপ্রভু তাঁর সৈন্যদলের পুরোভাগে \q2 বজ্রধ্বনি করেন; \q1 তাঁর সৈন্যসংখ্যা গণনার অতীত, \q2 যারা তাঁর আদেশ পালন করে, তারা পরাক্রমী বীর। \q1 সদাপ্রভুর দিন অতি মহৎ; \q2 তা ভয়ংকর। \q2 কে তা সহ্য করতে পারে? \s1 তোমাদের হৃদয় চিরো \q1 \v 12 সদাপ্রভু ঘোষণা করেন, “তোমরা এখনই, \q2 তোমাদের সম্পূর্ণ মনেপ্রাণে আমার কাছে ফিরে এসো, \q2 তোমরা উপবাস ও কান্নার সঙ্গে, শোক করতে করতে ফিরে এসো।” \b \q1 \v 13 তোমাদের পোশাক নয়, \q2 কিন্তু তোমরা নিজের নিজের হৃদয় বিদীর্ণ করো। \q1 তোমরা তোমাদের ঈশ্বর সদাপ্রভুর কাছে ফিরে এসো, \q2 কারণ তিনি অনুগ্রহকারী ও সহানুভূতিশীল, \q1 বিলম্বে ক্রোধ করেন ও সীমাহীন তাঁর ভালোবাসা। \q2 তিনি বিপর্যয় প্রেরণ করে দয়ার্দ্র হন। \q1 \v 14 কে জানে? তিনি ফিরে আবার করুণা করবেন \q2 এবং পিছনে আশীর্বাদ রেখে যাবেন— \q1 ভক্ষ্য-নৈবেদ্য ও পেয়-নৈবেদ্য, \q2 তোমাদের ঈশ্বর সদাপ্রভুর জন্য। \b \q1 \v 15 তোমরা সিয়োনে তূরী বাজাও, \q2 পবিত্র উপবাস-পর্ব ঘোষণা করো, \q2 এক পবিত্র সভার করো আহ্বান। \q1 \v 16 লোকেদের সমবেত করো, \q2 জনসমাজকে পবিত্র করো; \q1 প্রবীণদের এক স্থানে নিয়ে এসো, \q2 স্তন্যপায়ী শিশুদেরও এক স্থানে সমবেত করো। \q1 বর তার বাসগৃহ ও কনে তার নিবাস-কক্ষ \q2 ত্যাগ করুক। \q1 \v 17 সদাপ্রভুর সাক্ষাতে পরিচর্যাকারী যাজকেরা, \q2 মন্দিরের বারান্দা ও বেদির মাঝখানে ক্রন্দন করুক। \q1 তারা বলুক, “হে সদাপ্রভু, তোমার প্রজাদের নিষ্কৃতি দাও। \q2 তোমার অধিকারকে নিন্দার পাত্র হতে \q2 ও জাতিসমূহের মধ্যে প্রবাদের আস্পদ হতে দিয়ো না। \q1 তারা কেন জাতিবৃন্দের কাছে বলবে, \q2 ‘তোমার ঈশ্বর কোথায়?’ ” \s1 সদাপ্রভুর উত্তর \q1 \v 18 তারপরে সদাপ্রভু তাঁর দেশের বিষয়ে উদ্যোগী হলেন \q2 এবং তাঁর প্রজাদের প্রতি দয়া করলেন। \p \v 19 সদাপ্রভু তাদের প্রত্যুত্তর করবেন: \q2 “আমি তোমাদের কাছে শস্য, নতুন দ্রাক্ষারস ও তেল প্রেরণ করতে চলেছি, \q2 যা তোমাদের পরিতৃপ্ত করার জন্য পর্যাপ্ত হবে; \q1 আমি আর কখনও তোমাদের \q2 অন্যান্য জাতির কাছে নিন্দার পাত্র করব না। \b \q1 \v 20 “উত্তরের সৈন্যদলকে আমি তোমাদের কাছ থেকে তাড়িয়ে দেব, \q2 তাদের এক শুকনো ও অনুর্বর দেশে নিক্ষেপ করব, \q1 পূর্ব সমুদ্রের\f + \fr 2:20 \fr*\ft অর্থাৎ মরুসাগর।\ft*\f* দিকে তার সামনের ভাগ \q2 ও পশ্চিম সমুদ্রের\f + \fr 2:20 \fr*\ft অর্থাৎ ভূমধ্যসাগর।\ft*\f* দিকে তার পেছনের ভাগ নিক্ষেপ করব। \q1 তার দুর্গন্ধ উপরে উঠে যাবে, \q2 তার পূতিগন্ধ উঠতে থাকবে।” \b \q1 \v 21 ওহে দেশ, ভয় কোরো না; \q2 আনন্দিত হও ও উল্লাস করো। \q1 সদাপ্রভু নিশ্চয়ই মহৎ সব কাজ করেছেন। \q1 \v 22 ওহে বুনো পশুরা, তোমরা ভয় কোরো না, \q2 কারণ খোলা চারণভূমিগুলি সবুজ হয়ে উঠছে। \q1 গাছগুলি তাদের ফল উৎপন্ন করছে, \q2 ডুমুর গাছ ও দ্রাক্ষালতা তাদের ফলভারে সমৃদ্ধ হচ্ছে। \q1 \v 23 ওহে সিয়োনের অধিবাসীরা, তোমরা আনন্দিত হও, \q2 আমাদের ঈশ্বর সদাপ্রভুতে আনন্দিত হও, \q1 কারণ তিনি তাঁর ধর্মশীলতায় \q2 তোমাদের অগ্রিম বৃষ্টি দান করবেন। \q1 তিনি তোমাদের কাছে প্রচুর বৃষ্টি প্রেরণ করবেন, \q2 পূর্বের মতোই প্রথম ও শেষ বর্ষা প্রেরণ করবেন। \q1 \v 24 খামারগুলি শস্যে পরিপূর্ণ হবে; \q2 ভাঁটিগুলি নতুন দ্রাক্ষারসে ও তেলে উপচে পড়বে। \b \q1 \v 25 “বছর বছর ধরে পঙ্গপালে যা খেয়েছে, তা আমি ফিরিয়ে দেব— \q2 অর্থাৎ বড়ো পঙ্গপাল, ও অল্পবয়স্ক পঙ্গপাল, \q2 অন্যান্য পঙ্গপাল ও পঙ্গপালের ঝাঁক\f + \fr 2:25 \fr*\ft এই পদ উল্লিখিত পতঙ্গগুলির হিব্রু প্রতিশব্দগুলির অর্থ অনিশ্চিত।\ft*\f*— \q1 আমার মহা সৈন্যদল, যাদের আমি প্রেরণ করেছিলাম। \q1 \v 26 যতক্ষণ না তোমরা তৃপ্ত হবে, তোমরা পর্যাপ্ত পরিমাণে আহার করবে, \q2 আর তোমরা তোমাদের ঈশ্বর সদাপ্রভুর প্রশংসা করবে, \q2 যিনি তোমাদের জন্য বিস্ময়কর সব কর্ম করেছেন; \q1 আমার প্রজারা আর কখনও লজ্জিত হবে না। \q1 \v 27 তখন তোমরা জানতে পারবে যে আমি ইস্রায়েলের মধ্যবর্তী আছি, \q2 যে আমিই সদাপ্রভু, তোমাদের ঈশ্বর, \q2 আর কোনো ঈশ্বর নেই; \q1 আমার প্রজারা আর কখনও লজ্জিত হবে না। \s1 সদাপ্রভুর দিন \q1 \v 28 “আর তারপর, \q2 আমি সমস্ত মানুষের উপরে আমার আত্মা ঢেলে দেব। \q1 তোমাদের ছেলে ও মেয়েরা ভাববাণী বলবে, \q2 তোমাদের প্রবীণেরা স্বপ্ন দেখবে, \q2 তোমাদের যুবকেরা দর্শন পাবে। \q1 \v 29 এমনকি, আমার দাস-দাসীদেরও উপরে, \q2 সেইসব দিনে আমি আমার আত্মা ঢেলে দেব। \q1 \v 30 আমি আকাশমণ্ডলে ও পৃথিবীর উপরে \q2 আশ্চর্য সব নিদর্শন দেখাব, \q2 রক্ত ও আগুন এবং ধোঁয়ার কুণ্ডলী দেখাব। \q1 \v 31 সদাপ্রভুর সেই মহৎ ও ভয়ংকর দিনের আগমনের পূর্বে, \q2 সূর্য অন্ধকার ও চাঁদ রক্তবর্ণ হয়ে যাবে। \q1 \v 32 আর যে কেউ সদাপ্রভুর নামে ডাকবে, \q2 সেই পরিত্রাণ পাবে; \q1 কারণ সদাপ্রভুর কথামতো সিয়োন পর্বত ও জেরুশালেমে, \q2 কিছু মুক্তিপ্রাপ্ত লোকের দল থাকবে; \q1 আর অবশিষ্ট লোকেদের মধ্যেও থাকবে, \q2 যাদের সদাপ্রভু আহ্বান করেছেন।” \c 3 \s1 জাতিবৃন্দের বিচার \q1 \v 1 “সেইসব দিনে ও সেই সময়ে, \q2 যখন আমি যিহূদা ও জেরুশালেমের বন্দিদশা ফিরাব, \q1 \v 2 আমি সমস্ত জাতিকে একত্র করব \q2 ও তাদের যিহোশাফট\f + \fr 3:2 \fr*\fq যিহোশাফট \fq*\ft শব্দটির অর্থ, \ft*\ft সদাপ্রভু বিচার করেন \ft*\ft 12 পদেও।\ft*\f* উপত্যকায় নামিয়ে আনব। \q1 সেখানে আমি আমার অধিকার ও আমার প্রজা ইস্রায়েলের \q2 বিরুদ্ধে তাদের বিচার করব, \q1 কারণ তারা বিভিন্ন জাতির মধ্যে আমার প্রজাদের ছিন্নভিন্ন করেছিল \q2 এবং আমার দেশকে বিভাগ করেছিল। \q1 \v 3 তারা আমার প্রজাদের জন্য গুটিকাপাত\f + \fr 3:3 \fr*\ft অধিকার অর্জনের জন্য গুটির দান ফেলা। (অর্থাৎ পাশার দান ফেলা বা লটারি করা) পুরোনো সংস্করণে, \ft*\ft “গুটিকাপাত করা।”\ft*\f* করেছিল \q2 এবং বেশ্যার বিনিময়ে বালককে দিয়েছিল; \q1 দ্রাক্ষারসের জন্য তারা বালিকাদের বিক্রি করেছিল, \q2 যেন তারা তা পান করতে পারে। \p \v 4 “এখন ওহে সোর ও সীদোন এবং ফিলিস্তিয়ার বিভিন্ন অঞ্চল, আমার বিরুদ্ধে তোমাদের কী বলার আছে? আমি কিছু করেছি বলে, তোমরা কি তারই প্রতিফল দিচ্ছ? যদি তোমরা আমাকে প্রতিফল দিচ্ছ, তাহলে আমি দ্রুত ও অতি সত্বর তোমাদের মাথায় তাই ফিরিয়ে দেব, যা তোমরা করেছ। \v 5 কারণ তোমরা আমার রুপো ও আমার সোনা এবং আমার ভাণ্ডারের উৎকৃষ্ট রত্নরাজি নিয়ে বহন করে তোমাদের মন্দিরগুলিতে নিয়ে গিয়েছ। \v 6 তোমরা যিহূদা ও জেরুশালেম থেকে আমার প্রজাদের নিয়ে গ্রিকদের কাছে বিক্রি করেছ, যেন তোমরা তাদের স্বদেশ থেকে বহুদূরে তাড়িয়ে দিতে পারো। \p \v 7 “দেখো, তোমরা তাদের যে যে স্থানে বিক্রি করেছ, সেখান থেকে আমি তাদের জাগিয়ে তুলে আনব, আর তোমরা যেসব অপকর্ম করেছ, তা আমি তোমাদেরই মাথায় ফিরিয়ে দেব। \v 8 আমি তোমাদের পুত্রকন্যাদের যিহূদার লোকেদের কাছে বিক্রি করব; তারা তাদের বহুদূরে অবস্থানকারী এক জাতি, শিবায়ীয়দের কাছে বিক্রি করবে।” সদাপ্রভু একথা বলেছেন। \q1 \v 9 তোমরা জাতিবৃন্দের কাছে একথা ঘোষণা করো: \q2 তোমরা যুদ্ধের জন্য প্রস্তুত হও! \q1 যত বীরযোদ্ধাকে জাগিয়ে তোলো! \q2 সমস্ত লড়াকু মানুষ সামনে এসে আক্রমণ করো। \q1 \v 10 তোমাদের লাঙলের ফাল ভেঙে তরোয়াল তৈরি করো \q2 ও তোমাদের কাস্তেগুলি ভেঙে বর্শা তৈরি করো। \q1 দুর্বল মানুষও বলুক, \q2 “আমি বলবান!” \q1 \v 11 সমস্ত দিক থেকে সব জাতির লোকেরা, তোমরা তাড়াতাড়ি এসো \q2 এবং ওই জায়গায় সমবেত হও। \b \q1 হে সদাপ্রভু, তোমারও যোদ্ধাদের ওখানে নামিয়ে আনো। \b \q1 \v 12 “জাতিগণ জেগে উঠুক; \q2 তারা যিহোশাফট উপত্যকার দিকে এগিয়ে যাক, \q1 কারণ আমি সেখানেই \q2 সব দিকের সমস্ত জাতির বিচার করতে বসব। \q1 \v 13 তোমরা কাস্তে চালাও, \q2 কারণ শস্য পেকে গেছে। \q1 এসো, আঙুর মাড়াই করো, \q2 কারণ আঙুর মাড়াই-কল পূর্ণ হয়েছে \q2 ও ভাঁটিগুলি রসে উপচে পড়ছে— \q1 তাদের দুষ্টতা এতই ব্যাপক!” \b \q1 \v 14 বিচারের উপত্যকায় অসংখ্য মানুষ, \q2 অসংখ্য মানুষ সেখানে জড়ো হয়েছে! \q1 কারণ বিচারের উপত্যকায় \q2 সদাপ্রভুর দিন সন্নিকট হয়েছে। \q1 \v 15 সূর্য ও চাঁদ অন্ধকার হয়ে যাবে, \q2 নক্ষত্রগুলি দীপ্তি বিকিরণ বন্ধ করবে। \q1 \v 16 সদাপ্রভু সিয়োন থেকে গর্জন করবেন \q2 এবং জেরুশালেম থেকে করবেন বজ্রধ্বনি; \q2 পৃথিবী ও আকাশ কম্পিত হবে। \q1 কিন্তু সদাপ্রভু তাঁর প্রজাদের জন্য আশ্রয়স্থান হবেন, \q2 ইস্রায়েলের জন্য হবেন এক দৃঢ় দুর্গ। \s1 ঈশ্বরের প্রজাদের জন্য আশীর্বাদ \q1 \v 17 “তখন তোমরা জানতে পারবে যে, আমি সদাপ্রভু, তোমাদের ঈশ্বর, \q2 আমি আমার পবিত্র পর্বত সিয়োনে বসবাস করি। \q1 জেরুশালেম পবিত্র হবে; \q2 বিদেশিরা আর কখনও তা আক্রমণ করবে না। \b \q1 \v 18 “সেদিন পর্বতগুলি থেকে নতুন দ্রাক্ষারস ক্ষরে পড়বে, \q2 আর পাহাড়গুলি থেকে প্রবাহিত হবে দুধ; \q1 যিহূদার গিরিখাতগুলি থেকে জল প্রবাহিত হবে। \q1 সদাপ্রভুর গৃহ থেকে এক উৎস প্রবাহিত হবে, \q2 তা বাবলা-উপত্যকাকে\f + \fr 3:18 \fr*\ft বাবলা-হিব্রু: \ft*\ft শিটিম।\ft*\f* জলসিক্ত করবে। \q1 \v 19 কিন্তু মিশর জনশূন্য হবে, \q2 ইদোম হবে এক পতিত মরুপ্রান্তর, \q1 যেহেতু তারা যিহূদার লোকেদের প্রতি হিংস্র আচরণ করেছিল, \q2 সেইসব ভূমিতে তারা নির্দোষের রক্তপাত করেছিল। \q1 \v 20 যিহূদা চিরকালের জন্য \q2 ও জেরুশালেম বংশপরম্পরায় জনঅধ্যুষিত হবে। \q1 \v 21 তাদের রক্তপাতের যে অপরাধ আমি ক্ষমা করিনি, \q2 তা আমি ক্ষমা করব।” \b \qc আর আমি সদাপ্রভু সিয়োনে বসবাস করব।